আজ (শুক্রবার, ৭ মার্চ) সকালে বোমাটি পাওয়া যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, বোমাটি দেখা যাওয়ায় ইউরোস্টারসহ মেট্রো, জাতীয় ও দ্রুতগামী আন্তর্জাতিক ট্রেন পরিষেবায় স্থবিরতা নেমে আসে।
বেশ কয়েকটি ইউরোস্টার যাত্রা বাতিল করা হয়। কর্তৃপক্ষ ঝুঁকি মোকাবিলায় এলাকাটি সুরক্ষিত রাখার কারণে যাত্রীরা ব্যাপকভাবে বিড়ম্বনার সম্মুখীন হন।