অন্য সব খেলা
এখন মাঠে

৬৭৬ কোটি টাকায় আয়োজন হচ্ছে ফ্রেঞ্চ ওপেন

৬৭৬ কোটি টাকায় বছরের দ্বিতীয় গ্রান্ডস্লাম ফ্রেঞ্চ ওপেন আয়োজন হচ্ছে। গতবারের তুলনায় এবারের চ্যাম্পিয়ন প্রাইজমানি সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ক্লে-কোর্টে ধুলো উড়িয়ে জয়ের ধ্বনি। কার্লোস অ্যালকারাজ, নোভাক জকোভিচ, ইগা সোয়াতেকের শিরোপার লড়াই।

বছরের দ্বিতীয় গ্রান্ডস্লাম ফ্রেঞ্চ ওপেনের পুরো আসর আয়োজন করতে কর্তৃপক্ষের খরচ প্রায় ৫ কোটি ৩৪ লাখ ইউরোর বেশি। গতবারের চেয়ে ১২৩তম আসরের প্রাইজমানিতে যা বৃদ্ধি পেয়েছে ৭.৮২ শতাংশ।

প্রথম রাউন্ড থেকে পরের ধাপগুলো পার করা ফাইনালে জয়ী খেলোয়াড়ের জন্য থাকছে বিশাল অঙ্কের প্রাইজমানি। ট্রফির সঙ্গে চ্যাম্পিয়ন দল পাবে ২৪ লাখ ইউরো। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ৩০ কোটি ৫৪ লাখ টাকা। গেল আসরের চেয়ে চ্যাম্পিয়ন ও রানার আপের পুরস্কার মূল্য একইহারে বেড়েছে। শুধু শিরোপাজয়ী ও রানারআপ খেলোয়াড়ই নয় সেমিফাইনালিস্টসহ প্রথম রাউন্ডের লড়াইয়ে নামা টেনিস খেলোয়াড়দের জন্য আছে প্রাইজমানি।

তবে বরাবরই ভেদাভেদ করে আসা এককের সঙ্গে দ্বৈত ও মিশ্রের প্রাইজমানিতে এবারও বিশাল অর্থের তফাৎ আছে। এককে নারী ও পুরুষ চ্যাম্পিয়ন যেখানে পাবে ২৪ লাখ ইউরো। সে জায়গায় দ্বৈতের চ্যাম্পিয়ন ৫ লাখ ৯০ হাজার ইউরো আর মিশ্র দ্বৈতের জন্য থাকছে দেড় লাখেরও কম অর্থ। এমনকি প্রথম রাউন্ডে উত্তীর্ণ হতে না পারলে খেলোয়াড়দের শূন্য হাতে ফিরতে হবে।

এই সম্পর্কিত অন্যান্য খবর