অন্য সব খেলা
এখন মাঠে
হকি প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণ
গেল ১৯ এপ্রিল প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আবাহনী-মোহামেডান ম্যাচে মারামারি হয়েছিল। তার আগে ৩-২ গোলে এগিয়ে ছিল সাদাকালো শিবির। ম্যাচটি জিতলেই শিরোপা উঁচিয়ে ধরতো ঐতিহ্যবাহী ক্লাবটি। কিন্তু মারামারির জেরে খেলাই বন্ধ হয়ে যায়। তারপর মোহামেডান খেলতে অস্বীকৃতি জানালে আবাহনীকে জয়ী ঘোষণা করা হয়।

আকাশি-নীল জার্সিধারীদের সমান ৩৭ পয়েন্ট মেরিনার ইয়াংস ক্লাবের থাকায় প্লে-অফের সিদ্ধান্ত নেয় ফেডারেশন। কিন্তু পরদিনই দুই ক্লাবের ৬ জন খেলোয়াড় বিমানবাহিনীর হয়ে ভারতে যাওয়ায় প্লে-অফ মাঠে গড়ায়নি। তারপর আবাহনী আর মেরিনার্সকে ১০ থেকে ১৩ মে’র মধ্যে ম্যাচ আয়োজনের কথা জানিয়ে চিঠি দেয় হকি ফেডারেশন।

ফেডারেশনের তরফ থেকে দ্বিতীয় দফা চিঠি দিলেও চিঠির প্রতি উত্তরে স্বল্প সময়ের মধ্যে খেলতে অস্বীকৃতি জানিয়েছে দুই ক্লাব।

আবাহনী লিমিটেডের (হকি কমিটি) যুগ্ম সম্পাদক মাহবুব এহসান রানা বলেন, ‘আমাদের ফরেন প্লেয়াররা এখন দেশে নেই। তারা নিজেদের লোকাল টুর্নামেন্টে খেলছেন। সবকিছু বিবেচনায় আমাদের এখন খেলায় অংশগ্রহণের সুযোগ নেই।”

ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা বলেন, ‘প্রস্তুতি ছাড়া আমাদের খেলা যাবে না। আর প্রস্তুতি নিতে হলে আমাদের বেশকিছু অর্থের প্রয়োজন আছে। যে অর্থ এতো দ্রুততম সময়ের মধ্যে সংগ্রহ করা খুব কঠিন। তাই আমরা, ১০ লাখ টাকা অনুদান চেয়েছি।’

শেষমেশ ফেডারেশন যদি প্লে-অফ আয়োজন না করে দুই ক্লাবকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে, সেটাও মেনে নিতে প্রস্তুত আবাহনী আর মেরিনার্স।

প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপা নির্ধারণে ফেডারেশন কি সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার অপেক্ষা।

এওয়াইএইচ