অন্য সব খেলা
এখন মাঠে
0

ফ্রেঞ্চ ওপেনে প্রাইজমানি বেড়েছে তিন শতাংশ

তিন শতাংশ বেড়ে আগের সব আসরকে ছাড়িয়েছে চলতি বছরের মন্টে কার্লো মাস্টার্সের প্রাইজমানি। পুরো আসরের জন্য ৫৯ লাখ ইউরো প্রাইজমানি দেয়া হবে। চ্যাম্পিয়ন দল পাবে নয় লাখ ইউরো। আর রানার্স আপের জন্য আছে পাঁচ লাখ ইউরো।

গ্রান্ডস্লাম ওপেনে বছরের দ্বিতীয় জমজমাট আসর ফ্রেঞ্চ ওপেন। রোমাঞ্চকর ক্লে কোর্টের লড়াই শুরু হতে এখনও সময় বাকি আছে এক মাসের বেশি। তার আগে লাল দূর্গে সেরা প্রস্তুতি নিতে লড়াইয়ে নেমে পড়েছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ, কার্লো অ্যালকারাজরা।

তবে কোনো অনুশীলন নয়। নিজেদের প্রস্তুতি সাড়তে এত কম সময়ে এটিপি ট্যুরের ইভেন্ট মন্টে কার্লো মাস্টার্সকে বেছে নিয়েছেন পুরুষ টেনিস খেলোয়াড়রা। কিন্তু, প্রস্তুতির পাশাপাশি আসরে সেরা পারফর্ম করে শিরোপা আর বিশাল অঙ্কের প্রাইজমানি জয়ের সুযোগ আছে খেলোয়াড়দের।

গেলো বছরের প্রাইজমানি থেকে চলতি আসরের প্রাইজমানি বেড়েছে প্রায় তিন শতাংশ। এতে অর্থের অঙ্কটা দাঁড়িয়েছে সাড়ে উনষাট লাখ ইউরো। ২০০৫ সাল থেকে শুরু হওয়া মন্টে কার্লোর আর্থিক পুরস্কার এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে এককের চ্যাম্পিয়নের জন্য বরাদ্দ আছে প্রায় সাড়ে নয় লাখ ইউরো। আর রানার্স আপে পকেটে পড়ার সুযোগ থাকবে পাঁচ লাখ ইউরো।

ক্লে কোর্টের রাজা বলা হয় রাফায়েল নাদালকে। মন্টে কার্লোর আসরে টানা সাতবার শিরোপা জিতে শীর্ষে অবস্থান রাফার। শুধু তাই নয়। সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড তার দখলে। তবে চলতি আসরে চোটের কারণে আগেই নিজের নাম সরিয়ে নিয়েছেন এই স্প্যানিয়ার্ড। এতে বিশাল অঙ্কের টাকার সঙ্গে ট্রফি জয়ের হাতছানি জকোভিচ, অ্যালকারাজ, সিসিপাসদের সামনে। এছাড়া আসরের হট ফেবারিটের তালিকায় আছেন চলতি বছরে ফর্মে তুঙ্গে থেকে একে একে অস্ট্রেলিয়ান ওপেন, মায়ামি ওয়েলসের শিরোপা জেতা ইতালির জেনিক সিনার।

আগে থেকে শিরোপার দৌড়ে এগিয়ে থাকা খেলোয়াড়রা নাকি নতুন কেউ রাজার আসনে বসবে তা জানা যাবে ১৪ এপ্রিল।

এসএস