অন্য সব খেলা
এখন মাঠে
0

ইন্ডিয়ান ওয়েলসে দ্বিতীয় ট্রফি আলকারাজের

টেনিসে ইন্ডিয়ান ওয়েলসে আবারও শিরোপা জিতেছেন কার্লোস আলকারাজ। ফাইনালে রুশ তারকা দানিল মেদভেদেভকে ৬-১ সেটে হারিয়েছেন এই স্প্যানিশ তারকা। পুরুষ এককে শিরোপা জিতে ১২ কোটি টাকার বেশি আর্থিক পুরস্কার পেয়েছেন প্রতিভাবান এই খেলোয়াড়। টানা দু'টি শিরোপা জিতে বেশ উচ্ছ্বাস এই স্প্যানিয়াড।

কার্লোস আলকারাজের ভাগ্যের বৃহস্পতি যেন তুঙ্গে। কারণ দাপুটে পারফরম্যান্সে টানা দ্বিতীয়বার জিতলেন ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা। ট্রফি নিয়েছেন নিজ ঘরে।

ফাইনালের আগে বেশ ফর্মে ছিলেন আলকারাজ আর মেদভেদেব। গত আসরের ফাইনালেও দু'জন মুখোমুখি হয়েছিলেন। সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছিলেন আলকারাজ। গেলবারে সরাসরি সেটে মেদভেদেভকে হারিয়েছেন স্প্যানিশ এ তারকা। প্রথম সেটে টাইব্রেকারে গড়ালেও, পরের সেটে পাত্তাই পায়নি। এজন্য এ বারের আসরে মেদভেদেভের সামনে সুযোগ ছিল প্রতিশোধ নেয়ার। তাই ধারণা করা হচ্ছিলো, লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে।

কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে তা করতে পারেননি রুশ তারকা দানিল মেদভেদেব। তাই একরকম বলে কয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে নিয়েছেন স্প্যানিশ তারকা আলকারাজ। এই অর্জনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত তিনি। একইসাথে ফাইনালে উঠায় মেদভেদেভের প্রশংসা করেছেন আলকারেজ।

আলকারাজ বলেন, 'এবারের টুর্নামেন্টে ফাইনালে উঠতে আমাকে কঠোর পরিশ্যম করতে হয়েছে। ফাইনালে উঠায় তাকেও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি, ভবিষ্যতেও আমরা বিভিন্ন টুর্নামেন্টের ফাইনাল খেরবো আমি টুর্নামেন্ট কমিটিকেধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আমার ভক্তদের প্রতি আমি কৃতঞ্জ।'

ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জিতে আলকারাজ পেয়েছেন ১২ কোটি টাকার আর্থিক পুরস্কার। এমন পারফরম্যান্সের ধারাবাহিকতা ফ্রেঞ্চ ওপেনেও ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্পেনের এই টেনিস তারকা।

এসএস