অন্য সব খেলা
এখন মাঠে
0

প্যারিস অলিম্পিক্সে দ্বিগুণ হবে মেট্রো টিকিটের ভাড়া

অভিজিৎ শান্ত

গণপরিবহন ব্যবস্থার জন্য অনুবাদক অ্যাপ চালু  করার পরিকল্পনা ফ্রান্সের

আগামী বছর ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের আসর। সেসময় বিদেশি দর্শকদের জন্য মেট্রো টিকিটের দাম হবে প্রায় দ্বিগুণ। একইসঙ্গে লাখেরও বেশি দর্শকের চাপ আর শহুরে পরিবহন চালানোর খরচ সামঞ্জস্য করতেই টিকিটের মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষ।

শিল্প সাহিত্য ও ঐহিহ্যের নগরী হিসেবে খ্যাত ফ্রান্সের প্রাচীন নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত করে পর্যটকদের। প্রতিবছর কোটি মানুষের সমাগম ঘটে প্যারিসে। অলিম্পিক্স উপলক্ষ্যে প্যারিসে মুগ্ধ হতে লাখো পর্যটকের আগমন ঘটবে তা নিশ্চিত।

তবে শহরটির পরিবহন অবকাঠামো ততটা নজরকাড়া নয়। এরইমধ্যে সাত মাসের ব্যবধানে সে শহরেই অলিম্পিক্স আয়োজনে চাপের মধ্যে রয়েছে কর্তৃপক্ষ। অতিরিক্ত ভিড় এবং অপরিচ্ছন্নতার অভিযোগ যাত্রী এবং পর্যটকদের।

অলিম্পিক গেমসে রঙ বেরঙের আতশবাজি আর আলোকরশ্মিতে নজরকাড়া সব পারফরম্যান্সে জ্বলে উঠবে অ্যাথলেটরা। আয়োজনে সাক্ষী হতে বিভিন্ন দেশ থেকে প্রায় দেড় কোটি দর্শক সমাগম হওয়ার সম্ভাবনা আছে। তবে সে তুলনায় আলাদা করে নেই কোনো গণপরিবহন ব্যবস্থা। এতে স্বাভাবিকভাবে চাপ বাড়াতে মেট্রোতে চলাচলে গুণতে হবে দ্বিগুণ ভাড়া। মাসব্যাপী মেট্রোতে চলাচলের ক্ষেত্রে সাধারণত খরচ হয় ৮৪ ইউরোর বেশি। আর একক ভ্রমণে বর্তমানে ২ ইউরো খরচ হয়। আর আসর চলাকালীন একই টিকিট এককভাবে চলাচলের জন্য কিনতে হলে গুণতে হবে ৪ ইউরো।

বিদেশিদের মেট্রোতে চলাচলে দ্বিগুণ ভাড়া দিতে হবে। তবে স্থানীয় বাসিন্দারা যাতে এর দ্বারা প্রভাবিত না হয় সেজন্য প্যারিস অঞ্চলের যাত্রীদের ২০ জুলাইয়ের আগে টিকিট কেনার পরামর্শ দেন ইলে ডি ফ্রান্স অঞ্চলের প্রেসিডেন্ট ভ্যালেরি পেক্রেস।

ফ্রান্সের পরিবহন মন্ত্রী ক্লিমেন্ট বিউন বলেন, 'গণপরিবহনের মাধ্যমে অলিম্পিক্সের সব ভেন্যুতে সহজে পৌঁছানোর ব্যবস্থা করা কঠিন কাজ । তবে আমরা সেটা নিয়ে কাজ করছি। ভাড়াও দর্শকদের জন্য যাতে বেশি না হয় সে প্রতিশ্রুতি রাখার চেষ্টা করছি।'

ইতিমধ্যে, বিদেশি দর্শকদের জন্য শহুরে পরিবহন ব্যবস্থায় জটিলতা দূর করতে তাৎক্ষণিক অনুবাদক অ্যাপ আসরের আগে চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে ফ্রান্স সরকার।

এভিএস