আজ (বুধবার, ৩ ডিসেম্বর) দুপুর ১২টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে প্রতিটি স্টেশনে সাময়িক সময় বন্ধ ছিল টিকিট বিক্রি ও অটোমেটিক টিকিট পাঞ্চ সিস্টেম। দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের।
পরে ২০ মিনিট পর ১২টা ৪০ মিনিটের দিকে স্বাভাবিক হয় মেট্রো চলাচল। বিষয়টি নিশ্চিত করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (এমআরটি) লাইন-৬-এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।
আরও পড়ুন:
তিনি বলেন, ওভারহেড ক্যাটেনারি সিস্টেম (ওসিএস) লাইনের ওপর থাকা বৈদ্যুতিক তারে কাপড় পড়ায় কিছু সময় বন্ধ ছিল মেট্রো চলাচল পরে স্বাভাবিক হয়। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে মেট্রোরেল কর্তৃপক্ষ।





