বেনফিকার বিপক্ষে অঘটনে প্লে-অফে রিয়াল, শেষ আটে বার্সা

ইউসিএল লিগ পর্বের শেষ দিন

বার্সেলোনার দুজন খেলোয়াড়ের উদযাপন; হতাশ রিয়াল তারকা এমবাপ্পে
বার্সেলোনার দুজন খেলোয়াড়ের উদযাপন; হতাশ রিয়াল তারকা এমবাপ্পে | ছবি: এখন টিভি
0

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) ‘লিগ পর্বের’ শেষ দিনে বড় ধাক্কা খেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। টেবিলের তিনে থেকে খেলতে নামা দলটি বেনফিকার বিপক্ষে এ হারের কারণে খেলতে হবে প্লে-অফ পর্বে। আরেক ম্যাচে শুরুতে গোল হজম করেও দারুণ কামব্যাকে শেষ আটে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। অন্য ম্যাচগুলোতেও প্রায় সব বড় দলগুলো জয়ের দেখা পেলেও ড্র করেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও নিউক্যাসল ইউনাইটেড।

জটিল সব সমীকরণ মাথায় নিয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ৩৬ দল। একই সময়ে চলতে থাকা ১৮টি ম্যাচে প্রতি মুহূর্তে বদলেছে সমীকরণ। টেবিলের জায়গা পরিবর্তন হয়েছে একদম শেষ মিনিটেও।

ঘরের মাঠে কাইরাত আলমাতিকে ৩-২ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। হ্যারি কেইনের শেষ সময়ের গোলে পিএসভিকে ২-১ গোলে হারিয়েছে দুইয়ে থাকা জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

গতকাল (বুধবার, ২৮ জানুয়ারি) রাতে সবচেয়ে বড় জয় লিভারপুলের। ৬ বার কারাবাগের জালে বল জড়িয়েছে আর্ন স্লটের দল। জয়ের দেখা পেয়েছে লন্ডনের দল টটেনহ্যামও।

এদিকে, ম্যাচের শুরুতেই গোল হজম করে বড় ধাক্কা খেয়েছিল বার্সেলোনা। তবে রাফিনহা-ইয়ামালদের গোলে ৪-১ ব্যবধানের বড় জয়ে সেরা ৮ নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। চেলসি ও স্পোর্টিং সিপির সঙ্গে শীর্ষ আটে যোগ দিয়েছে ম্যানচেস্টার সিটি।

আরও পড়ুন:

বুধবার রাতের ইউসিএলের সবচেয়ে বড় অঘটনের শিকার রিয়াল মাদ্রিদ। টেবিলের তিনে থাকা দল হেরেছে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় থাকা বেনফিকার কাছে। সাবেক কোচের কাছে ৪-২ ব্যবধানের হারে প্লে-অফে নেমে গেছে লস ব্লাঙ্কোসরা।

অন্যদিকে হোসে মরিনহোর বেনফিকা শেষ মিনিটের গোলে রূপকথা লিখে ২৪তম দল হিসেবে টুর্নামেন্টে টিকে থাকা নিশ্চিত করেছে।

নিজেদের মাঝে ড্র করে সেরা আট থেকে প্লে-অফ পর্বে নেমে গেছে পিএসজি ও নিউক্যাসল। প্লে-অফের আরেক চমক বোদো/গ্লিমট। যারা প্রথম ৬ ম্যাচে কোনো জয়ের দেখা না পেলেও শেষ দুই ম্যাচ জিতে জায়গা করে নিয়েছে প্লে-অফে।

চ্যাম্পিয়নস লিগের রাতকে বলা হয় ‘ম্যাজিকাল নাইট’। এ দিন আরও একবার যেন দেখা মিলল এমন কথারই প্রমাণ।

জেআর