বাংলাদেশের বিপক্ষে আজ মাঠে নামবে আজারবাইজান

আজারবাইজানের নারী ফুটবল দল মাঠে প্রশিক্ষণ করছেন
আজারবাইজানের নারী ফুটবল দল মাঠে প্রশিক্ষণ করছেন | ছবি: সংগৃহীত
0

প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে ইউরোপের নারী ফুটবল দল আজারবাইজান। ট্রাই ন্যাশন সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে লড়বে ফিফা র‌্যাংকিংয়ে ৭৪ নম্বরে থাকা এ দলটি। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায়।

মার্চে বাংলাদেশের মেয়েদের মিশন অস্ট্রেলিয়া। তার আগে দেশের মাটিতে ট্রাই নেশন সিরিজে ব্যস্ত আফঈদা-রিতুপর্ণারা। শেষ ম্যাচে শক্তিশালী আজারবাইজানের মেয়েদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। যদিও প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হেরে খানিকটা পিছিয়েই রয়েছে বাংলার মেয়েরা।

শক্তিমত্তা-র‌্যাংকিং সবদিক থেকেই বাংলাদেশ থেকে অনেক এগিয়ে আজারবাইজান। তার ওপর নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকেও হারিয়েছে তারা। তাই বাংলাদেশের বিপক্ষে নামার আগে কিছুটা স্বস্তিতেই থাকবে ইউরোপের দলটি।

আরও পড়ুন:

প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হাই-লাইন ডিফেন্সে খেলেছে বাংলাদেশ। তবে পিটার বাটলারের এ পদ্ধতি কাজে লাগেনি ম্যাচে। যা নিয়ে আলোচনাও কম হয়নি। ইউরোপের দলের সঙ্গে খেলার আগে মিডিয়ার জন্য কোনো সেশন রাখেনি বাংলাদেশ। যা অবাক করেছে সবাইকে।

মালয়েশিয়ার বিপক্ষে বেশকিছু গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশের ফরোয়ার্ডরা। তাই শক্তিশালী এ দলের বিপক্ষে ঘুরে দাঁড়াতে হলে ডিফেন্সের পাশাপাশি গোল করায়ও ধার দেখাতে হবে বাঘিনীদের।

তবে ফিজিক্যাল ফিটনেস ও ফুটবলীয় স্কিলে পিছিয়ে থাকতে হবে বাংলাদেশকে। তাছাড়া আজারবাইজান দলটিতে আছে ইউরোপের ক্লাবে খেলা বেশকিছু ফুটবলার। অভিজ্ঞতার ঘাটতিও থাকবে বাংলাদেশ দলে। এসব উতরে আজারবাইজানের বিপক্ষে কেমন করে বাংলাদেশের মেয়েরা সেটাই এখন দেখার অপেক্ষা।

এফএস