এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্ব: বড় জয় দিয়ে শুরু বাংলাদেশের

তিমুরের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ
তিমুরের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ | ছবি: সংগৃহীত
0

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করেছে বাংলাদেশের যুবারা। নিজেদের প্রথম ম্যাচে পূর্ব তিমুরের বিপক্ষে ৫-০ গোলের দারুণ জয় পায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

চীনের টংলিয়াং লং স্টেডিয়ামে শুরু থেকে বল নিজেদের দখলে রেখে ১১ মিনিটে গোল উৎসবে মাতে বাংলাদেশ। বিরতির আগে ৩ গোল এবং দ্বিতীয়ার্ধে ২ গোল করে বাংলাদেশ।

পূর্ব তিমুরের বিপক্ষে ৫ গোলের মধ্যে জোড়া গোল করেন মোহাম্মদ মানিক। আর একটি করে গোল করেন রিফাত কাজী, বাইজীদ বোস্তামি ও আকাশ আহমেদ।

আরও পড়ুন:

এশিয়ান কাপ বাছাইপর্বে এ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ চীন, বাহরাইন, ব্রুনাই এবং শ্রীলঙ্কা। গ্রুপে চ্যাম্পিয়ন হলে ২০২৬ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় মূল পর্বের টিকিট পাবে বাংলাদেশ। প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট বলে জানিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

এসএইচ