‘এফ’ গ্রুপের ম্যাচে আর্মেনিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে হাঙ্গেরি। একই গ্রুপের অন্য ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরেছে পর্তুগাল।
গ্রুপের শেষ ম্যাচে আর্মেনিয়ার কাছে হারলে বিশ্বকাপে অংশ নিতে প্লে-অফ পর্বে খেলতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে। এ ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে দলের বিপদ আরও বাড়িয়েছেন সিআর সেভেন। ক্যারিয়ারে এ নিয়ে ১৩ বার লাল কার্ড দেখলেন তিনি।
আরও পড়ুন:
বাছাইয়ের অন্য ম্যাচগুলোতে জয় পেয়েছে আইসল্যান্ড, নরওয়ে, ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালি। আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে গ্যাবনের বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতেছে নাইজেরিয়া।





