‘এ’ গ্রুপের ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে খেলবে জার্মানি। চার ম্যাচে জার্মানদের সংগ্রহ ৯ পয়েন্ট। গ্রুপের অপর দল স্লোভাকিয়ারও সমান পয়েন্ট থাকায় নাগেলসম্যানের দলের জন্য জয় পাওয়া গুরুত্বপূর্ণ। পয়েন্ট খোয়ালেই বিশ্বকাপ স্বপ্নে আসতে পারে বড় ধাক্কা।
আরও পড়ুন:
অন্যদিকে ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও পোল্যান্ড। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট ডাচদের, পোলিশদের ঝুলিতে ১৩ পয়েন্ট।
আজ জয় পেলে বিশ্বকাপে নিজেদের স্থান অনেকটাই নিশ্চিত হয়ে যাবে নেদারল্যান্ডসের, সেক্ষেত্রে বিদায় নেবে পোল্যান্ড। তবে লেওয়ানডোস্কির পোল্যান্ড জয় পেলে দুই দলই টিকে থাকবে মূল পর্বের দৌড়ে।





