আগামী শুক্রবার (১৪ নভেম্বর) অ্যাঙ্গোলার মাঠে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। মূলত আফ্রিকার দেশটিতে প্রবেশের জন্য প্রয়োজনীয় ‘ইয়েলো ফিভার ভ্যাকসিন’ না নেয়ায় আগের ঘোষিত দল থেকে বাদ পড়েছেন ওই তিনজন।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঘোষিত ২৪ সদস্যের দল থেকে আগেই ছিটকে গেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। ডান হাঁটুর চোটে ভুগছেন তিনি।
আরও পড়ুন:
ডাক পেয়েছেন দুই ডিফেন্ডার কেভিন মাক আলিস্তের ও লিসান্দ্রো মার্তিনেস এবং উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া।
তিনজনের মধ্যে অভিষেকের অপেক্ষায় আছেন কেভিন ম্যাক আলিস্তের, যিনি দলে থাকা মিডফিল্ডার আলেক্সিস ম্যাক আলিস্তেরের বড় ভাই।





