রোনালদোর মন্তব্যের পাল্টা জবাব মেসির

রোনালদো ও মেসি
রোনালদো ও মেসি | ছবি: সংগৃহীত
0

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিআরসেভেন রোনালদো দাবি করেন, বিশ্বকাপ জিতলেই কাউকে ইতিহাসের সেরা বলা ন্যায্য নয়। এবার এনিয়ে পাল্টা জবাব দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবলারের কথার যুদ্ধে কে সঠিক?

২০২২ সালে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে লিওনেল মেসি তার বর্ণিল ক্যারিয়ারে যুক্ত করেছিলেন সোনালি পালক। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে নিজেকে নিয়ে গেছেন অসীম উচ্চতায়। তারপরও ক্রিস্টিয়ানো রোনালদো ও তার মধ্যে কে সেরা, সেই প্রশ্নের উত্তরে এখনো চলে নানা তর্ক-বিতর্ক।

ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানের সঙ্গে সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘বিশ্বকাপ জেতা তার কাছে স্বপ্ন নয়। এটা দিয়ে কিছু নির্ধারণ করা যায় না। ইতিহাসের সেরা হওয়া যায় না। ছয় বা সাত ম্যাচের একটি প্রতিযোগিতা দিয়ে এমন কিছু নির্ধারণ করাও অনুচিত বলে মনে করেন সিআর সেভেন।’

রোনালদোর কাছে শ্রেষ্ঠত্ব নির্ধারণে বিশ্বকাপ ট্রফি কতটা যৌক্তিক, সে ব্যাপারে যুক্তি দেখাননি মেসি। তার মতে, প্রত্যেক খেলোয়াড়ের উচিত বিশ্বকাপ জয়ের রোমাঞ্চকর অনুভূতি পাওয়া। ফ্লোরিডায় আমেরিকা বিজনেস ফোরামে মেসি বলেছেন, বিশ্বকাপ জয়ের মুহূর্তের অনুভূতি ব্যাখ্যা করা কঠিন। ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, তার সতীর্থদের জন্য, এমনকি দেশের জন্য, ট্রফির মানে কী সেটা ভাষায় প্রকাশও অসম্ভব বলেন তিনি।

আরও পড়ুন:

বিশ্বকাপই একজন ফুটবলারের সবচেয়ে বড় অর্জন মনে করেন এলএমটেন। মেসির মতে একজন পেশাদার ফুটবলারের জন্য বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় অর্জন। যদিও বিশ্বকাপের আগেই ক্যারিয়ারে বহু কিছু অর্জন করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। সেজন্য নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন তিনি। তার কাছে বিশ্বকাপ জয় মানেই তাঁর ক্যারিয়ারের পূর্ণতা।

এখন অব্দি বিশ্বকাপের টিকিটের জন্য আরেকটু অপেক্ষা করছে পর্তুগাল। নভেম্বরে আন্তর্জাতিক উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ড ও আর্মেনিয়ার বিপক্ষে লড়বে তারা। অপরদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এরই মাঝে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করছে আলবিসেলেস্তে। ২০২৬ বিশ্বকাপে নিজেদের চতুর্থ বিশ্বকাপ মিশনে নামবেন লিওনেল মেসিরা।

সেজু