ম্যাচের ১৯ মিনিটে ভালেন্সিয়ার ডি-বক্সে ডিফেন্ডার সেসার তারেগার হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। ৩১ মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৪২ মিনিটে আলভারো কারেরাস ডি-বক্সে ফাউলের শিকার হলে আবার পেনাল্টি পায় রিয়াল।
অরও পড়ুন:
এবার স্পট কিক মিস করেন ভিনিসিউস। দুই মিনিট পরেই অবশ্য দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান বেলিংহ্যাম। ৮২ মিনিটে দর্শনীয় এক গোল করেন কারেরাস। রদ্রিগোর প্রচেষ্টা রক্ষণে প্রতিহত হওয়ার পর, বল পেয়ে আচমকা দুর্দান্ত শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান স্প্যানিশ লেফট-ব্যাক। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল। ১১ ম্যাচে ৭ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভিলারিয়াল।





