আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দিলেন কেইন উইলিয়ামসন

নিউজিল্যান্ডের ব্যাটার কেইন উইলিয়ামসন
নিউজিল্যান্ডের ব্যাটার কেইন উইলিয়ামসন | ছবি: রয়টার্স
0

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার কেইন উইলিয়ামসন। ২০২৬ বিশ্বকাপ শুরুর মাসখানেক আগেই এ ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিলেন উইলিয়ামসন।

অবশ্য বিগত এক বছর ধরেই দেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হয়নি উইলিয়ামসনের। গেল বছর যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপেই সবশেষ দেখা গিয়েছিল উইলিয়ামসনকে। এরপর থেকে মনোযোগ দিয়েছেন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। যে কারণে নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্রজন্মের অন্যতম সেরা এ ব্যাটার।

আরও পড়ুন:

ব্ল্যাকক্যাপসদের হয়ে ৯৩ টি-টোয়েন্টি ম্যাচে ২ হাজার ৫৭৫ রান করেছেন উইলিয়ামসন। যা দেশটির ইতিহাসেই দ্বিতীয় সর্বোচ্চ। দলের অধিনায়ক হিসেবে ২০১৬ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছেন কেইন উইলিয়ামসন।

এফএস