২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। ক্লাবের সঙ্গে আর্জেন্টাইন মহাতারকার আড়াই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। তবে, তার আগেই মায়ামির সঙ্গে নতুন চুক্তি করেছেন মেসি। আরও তিন বছর এমএলএসের ক্লাবটিতেই থাকছেন তিনি।
অবশ্য কিছুদিন ধরেই মায়ামির সঙ্গে মেসির চুক্তি বাড়ানোর গুঞ্জন চলছিল। ক্লাবটিতে যে সর্বকালের সেরা এই ফুটবলার বেশ সুখে আছেন, সেটাও বোঝা যাচ্ছিল নানা কার্যক্রমে। এর আগে আর্জেন্টাইন অধিনায়ক বলেছিলেন, মায়ামিই হবে তার শেষ ক্লাব। ফলে মায়ামিতে মেসির চুক্তি নবায়ন একরকম নিশ্চিতই ছিল। নতুন চুক্তি করে কী বলছেন মেসি?
লিওনেল মেসি বলেন, ‘এখানে থাকতে পেরে এবং এ প্রকল্পের সঙ্গে কাজ করে যেতে পেরে আমি সত্যিই খুশি। এ মায়ামি ফ্রিডম পার্ক স্টেডিয়ামে খেলতে পারার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। মায়ামিতে আসার পর থেকে আমি খুব খুশি, তাই এখানে চালিয়ে যেতে পেরে আমি সত্যিই আনন্দিত।’
আরও পড়ুন:
ইন্টার মায়ামির মালিকদের একজন ডেভিড বেকহ্যামও মেসির সঙ্গে নতুন চুক্তি করতে পেরে খুশি। এর আগেও নানা সময় মেসির প্রতি মুগ্ধতা জানিয়েছেন সাবেক এই ইংলিশ ফুটবলার। চুক্তির পর আরও একবার সেটাই প্রকাশ করলেন তিনি।
ডেভিড বেকহ্যাম বলেন, ‘মেসি এখনও আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ এবং এখনও জিততে চান। মালিক হিসেবে এমন একজন খেলোয়াড়কে পাওয়া আমাদের জন্য কুব সৌভাগ্যের, যিনি খেলাটিকে এত ভালোবাসেন এবং যিনি মায়ামিতে খেলার জন্য অনেক কিছু করেছেন। এটা আমাদের জন্য বিশেষ এক মুহূর্ত।’
মায়ামিতে যোগ দিয়ে অনেকটা ক্লাবের ইতিহাসই বদলে দিয়েছেন মেসি। আড়াই মৌসুমের মাঝে ক্লাবকে জিতিয়েছেন প্রথম শিরোপা লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ড। ব্যক্তিগত অর্জনেও হয়েছেন সমৃদ্ধ, হয়েছেন ক্লাবের সর্বকালের শীর্ষ গোলদাতা। চলতি মৌসুমের গোল্ডেন বুটও নিজের করে নিয়েছেন তিনি। মেসির হাত ধরে মায়ামি আরও সামনে এগিয়ে যাবে, এমনই প্রত্যাশা সমর্থকদের।





