২২ বছর বয়সী এ মিডফিল্ডারের মৌসুমের শুরুটা ভালো যায়নি। এখন পর্যন্ত লিগে মাত্র তিন ম্যাচে শুরুর একাদশে ছিলেন এবং আরও চার ম্যাচে বদলি হিসেবে নেমেছেন। ঘরের মাটিতে য়্যুভেন্টাসের বিপক্ষে ম্যাচের আগে ইউরোপে খেলেছিলেন মাত্র ১০ মিনিট। জুনে ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বে পাচুকার বিপক্ষে এক গোলের পর আর গোলের দেখাও পাননি এ মিডফিল্ডার। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে ভাগ্য ফিরল তার। সঙ্গে জয় পেলো রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরু থেকে য়্যুভেন্তাসের সামনে বেশ পরীক্ষায় পরতে হয় ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেদের। আক্রমণ বল পজিশনে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় প্রায় একঘণ্টা। ৫৬ মিনিটে তিনজনকে কাটিয়ে ভিনি শট নিলেও পোস্টে লেগে ফিরে আসে বল। সে সুযোগকে দারুণভাবে কাজে লাগালে দীর্ঘ চার মাস পর দেখা মিলে বেলিংহাম ঝলক।
আরও পড়ুন:
তাতে সংবাদ সম্মেলনে প্রশংসায় ভাসিয়েছেন কোচ আলানসো। ২২ বছর বয়সী এ তরুণ ফুটবলারকে বিশ্বের অন্যতম সম্পূর্ণ খেলোয়াড় বলেন লস ব্লাঙ্কোসদের কোচ।
২০২৩ মৌসুমে ২৩ গোল ও ১৩ অ্যাসিস্ট করে ক্লাবের চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জয়ে ভূমিকা রাখেন এ মিডফিল্ডার। ২০২৪ মৌসুমে ১৫ গোলের পাশাপাশি ১৫ অ্যাসিস্ট করেন বেলিংহাম। চলতি মৌসুমে লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ৭ ম্যাচ খেললেও এক গোলই আছে বেলিংহামের নামের পাশে।





