লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ায় এখন প্রীতি ম্যাচের দিকে মনোযোগী আর্জেন্টিনা। অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামীকাল ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে খেলার ৩ দিন পর শিকাগোর সোলজার ফিল্ডে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এ ম্যাচগুলোর মধ্য দিয়ে টিম কম্বিনেশন পরখ করবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
নতুন কিছু মুখ ডাক পাওয়ায় তাদের পারফরম্যান্সের দিকে চোখ থাকবে দর্শকদের। স্কোয়াডে ফিরেছেন লিওনেল মেসি। তবে দুই ম্যাচেই তাকে পুরোপুরি পাওয়া নিয়ে আছে শঙ্কা।





