বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো | ছবি: আল জাজিরা
0

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার হয়েছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। অর্থনৈতিক বিষয়ক ম্যাগাজিন ‘ব্লুমবার্গ’ এ তথ্য নিশ্চিত করেছে।

ফুটবলারদের আয়ের বিচারে বেশ আগে থেকেই সবার ওপরে ছিলেন সিআর-সেভেন। সৌদি ক্লাব আল-নাসরে নাম লিখিয়েছেন মোটা অঙ্কের বেতনে। বর্তমানে সেখানে যুক্ত আছেন ৪০০ মিলিয়ন ডলারের বেতনে। 

আরও পড়ুন:

সেইসঙ্গে আছে ক্লাবের লভ্যাংশ থেকে বাড়তি আয়। স্প্যানিশ গণমাধ্যম মার্কা তাদের প্রতিবেদনে জানায়, রোনালদোর বর্তমান সম্পদের পরিমাণ ১ দশমিক ৪ বিলিয়ন (বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার ৪৪ কোটি ৭২ লাখ প্রায় টাকা) মার্কিন ডলার।

তবে ফুটবলের বাইরেও নিজের ব্যবসা এবং ব্র্যান্ডভ্যালুতেও মনোযোগী রোনালদো। পর্তুগিজ এ তারকা একইসঙ্গে নাইকি, আরমানি এবং ক্যাস্ট্রলের মতো আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গেও যুক্ত আছেন।

এসএইচ