ইপিএলে ম্যানসিটির সাতে-সাত; ভিন্ন লিগে অ্যাতলেটিকো ও এসি মিলানের ড্র

ভিন্ন ভিন্ন লিগের ম্যাচের ফল
ভিন্ন ভিন্ন লিগের ম্যাচের ফল | ছবি: সংগৃহীত
0

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আর্লিং হালান্ডের একমাত্র গোলে ব্রেন্টফোর্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচে অপরাজিত থাকলো পেপ গার্দিওলার দল। এদিকে লা লিগার ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেল্টা ভিগো। সিরি-আতে গোলশূন্য ড্র হয়েছে য়্যুভেন্তাস-এসি মিলানের ম্যাচও।

ম্যাচের শুরু থেকেই ব্রেন্টফোর্ডকে চাপে রাখে ম্যানসিটি, এর সফলতা আসে ৯ মিনিটেই। গ্যাভার্দিওলের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত শটে গোল করেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড হালান্ড। 

জয়ের এ ম্যাচে দারুণ এক কীর্তি গড়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। ইপিএলে সবচেয়ে কম ম্যাচ খেলে ২৫০তম জয় তুলে নিয়েছেন এই স্প্যানিশ কোচ। এছাড়া ৭ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠেছে ম্যানসিটি।

আরও পড়ুন:

এদিকে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ শুরুর ৯ মিনিটে কার্ল স্টারফেল্টের আত্মঘাতী গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো। বিরতির পর ৬৮ মিনিটে ইয়াগো আসপাসের গোলে সমতায় ফেরে সেল্টা।

এই ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে আছে অ্যাতলেটিকো, ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, সিরি-আতে চার হলুদ কার্ডের ম্যাচে গোলশূন্য ড্রয়ে শেষ হয় এসি মিলান-য়্যুভেন্তাসের লড়াই।

এসএইচ