ঘরের মাঠ রামন সানজেস পিজুয়ানে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সেভিয়া। ফলস্বরুপ ১৩ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকরা এগিয়ে যায় অ্যালেক্সিজ সানচেজের গোলে। ৩৭ মিনিটে লিড দ্বিগুণ করেন ইসাক রোমেরো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি গোল শোধ করেন মার্কাস রাশফোর্ড।
আরও পড়ুন:
তবে বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বার্সা। ৭৬ মিনিটে পেনাল্টি পেলেও তা মিস করে দলের আফসোস বাড়ান রবার্ট লেভানডস্কি। এরপর ৯০ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে সেভিয়ার জয় নিশ্চিত করেন জোসে কারমোনা।
যোগ করা সময়ে বার্সার কফিনে শেষ পেরেক ঠুকেন আকোর অ্যাডামস। এ হারে আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকল বার্সা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।




