ভারতে আসছেন লিওনেল মেসি

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
2

অবশেষে ভারতে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। গেলো দুই বছরে একাধিকবার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। তবে এবারে মেসি নিজেই নিশ্চিত করেছেন ভারত সফরে আসার কথা।

মেসি দীর্ঘ ১৪ বছর পর ভারত সফর করবেন। তার বহুল প্রতীক্ষিত সফরের নাম রাখা হয়েছে ‘গট টুর ২০২৫’। আগামী ১২ ডিসেম্বরে কলকাতায় পা রাখবেন এলএম-১০।

কলকাতায় সফর শুরুর পর আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লিতে যাবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবল জাদুকর। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। ভারত সফর নিয়ে এবার নিজেই মুখ খুলেছেন মেসি, সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথা।

মেসি বলেন, ‘এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে ভ্রমণ নিয়ে আমি রোমাঞ্চিত। যে দেশের মানুষ ফুটবলকে এত ভালোবাসে, সেখানে যাওয়া আমার জন্য সবসময়ই গর্বের। নতুন প্রজন্মের ভারতীয় সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে আছি।’

আরও পড়ুন:

আগামী ১৩ ডিসেম্বর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘গট কাপ’ ও ‘গট কনসার্ট’। এখানে মেসির সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, ফুটবল কিংবদন্তি বাইচুং ভুটিয়া ও টেনিস মহাতারকা লিয়েন্ডার পেজ।

এরপর ১৪ ডিসেম্বর মুম্বাই যাবেন তিনি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তার সঙ্গে দেখা করবেন বলিউড কিং শাহরুখ খান, ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি।

আগামী ১৫ ডিসেম্বর মেসি সফরের শেষ দিন কাটাবেন দিল্লিতে। অরুণ জেটলি স্টেডিয়ামে তার উপস্থিতিতে হবে বিশেষ আয়োজন। ইভেন্টের টিকিটের মূল্য শুরু হচ্ছে ৩ হাজার ৫০০ রুপি থেকে।

উল্লেখ্য, সবশেষ ২০১১ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে ভেনিজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন মেসি। আগামী নভেম্বরে কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এফএস