পাকিস্তান সিরিজে দল থেকে ছিটকে গেলেন টেম্বা বাভুমা

টেম্বা বাভুমা
টেম্বা বাভুমা | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে পেশির চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে সিরিজটিতে অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম।

আশা করা হচ্ছে, বাভুমার সুস্থ হতে ৬ থেকে ৭ সপ্তাহ সময় লাগতে পারে। এদিকে ২০২৩ সালের পর কোনো টেস্ট না খেলা অফ স্পিনার সাইমন হারমার জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে। তার সঙ্গে স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন সেনুরান মুথুসামি, প্রেনেলান সুব্রায়েন।

চোট থাকায় প্রথম টেস্টে খেলতে পারবেন না কেশব মহারাজ। তবে দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে তাকে। এই সিরিজটি দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৭ এর পর্ব শুরু করতে যাচ্ছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

এএইচ