কাল থেকে নতুন নিয়মে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ

ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি
ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি | ছবি: আল জাজিরা
0

নতুন নিয়মে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। আগামীকাল (রোববার, ১৫ জুন) গ্রুপপর্বের প্রথম ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামির মুখোমুখি হবে মিশরের আল আহলি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। কী কী নিয়ম পরিবর্তনে কোন দেশের ফুটবলারদের আধিপত্য বেশি থাকছে এই আসরে। প্রাইজমানি বা কেমন হবে ক্লাব বিশ্বকাপের আদ্যোপান্ত থাকছে এই প্রতিবেদনে।

ছয় মহাদেশের ৩২টি দল আর ১২টি ভেন্যু। বিশ্বকাপের মতো বিশাল মহাযজ্ঞ শেষে শুরু হতে যাচ্ছে ক্লাব নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট। যা পরিচিত ফিফা ক্লাব বিশ্বকাপ।

আসরটি ২০০০ সাল থেকে শুরু হলেও কখনও ছয় দল কখনও আবার সাত দলের অংশগ্রহণে ততটা আলো ছড়াতে পারেনি আসরটি। তবে এবার বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ব্যাপক আকারে আয়োজনের পরিকল্পনা নিয়েছে ফিফা।

৩২ দল ভাগ হয়েছে আটটি গ্রুপে। প্রতি গ্রুপের সেরা দুই দল উঠবে শেষ ষোলোয়। সেখান থেকে শুরু হবে আসরে টিকে থাকার লড়াই। নকআউট পর্বে লড়াইয়ের পর ধাপে ধাপে শিরোপার দিকে এগিয়ে যাবে দলগুলো। গ্রুপপর্বের প্রথম ম্যাচে মেসির ইন্টার মায়ামির প্রতিপক্ষ আল আহলি।

বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিসহ আসরের সর্বোচ্চ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের পাশাপাশি সর্বোচ্চ ১২টি ক্লাব আছে ইউরোপের। দক্ষিণ আমেরিকার ছয়টি। এশিয়া মহাদেশ থেকে আছে চারটি দল। আবার অপেক্ষাকৃত দুর্বল ওশেনিয়া ফুটবল ফেডারেশন থেকেও লড়াইয়ে নাম লিখিয়েছে একটি দল।

শুরু হওয়া নতুন এই আসরে ব্রাজিলের ফুটবলারদের আধিপত্য দেখা যাবে বেশি। ব্রাজিলের চারটি ক্লাবসহ ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ, ম্যান সিটিসহ পিএসজি দলেও রয়েছে একাধিক ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। আসরে ১৪২ জন ফুটবলার থাকছে ব্রাজিলেরই। সেলেসাওদের পর দ্বিতীয় সর্বোচ্চ ১০৪ জন ফুটবলার খেলবেন আর্জেন্টিনা থেকে। তৃতীয় সর্বাধিক খেলোয়াড় স্পেনের ৫৪ আর চতুর্থ ৪৯ জন পর্তুগালের।

নতুনত্বের ছোঁয়ায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে ক্লাব বিশ্বকাপে। এবারের আসরে অনেক নিয়মসহ অত্যাধুনিক প্রযুক্তি থাকবে আসরে। ক্যামেরা নিজের শরীরে লাগিয়ে মাঠে নামবেন রেফারি। বডি ক্যামেরার সাহায্যে গোল কিংবা বল পজিশনের আসবে ভিন্নতা। আবার গোলরক্ষক বল হাতে নেয়ার আট সেকেন্ডের মধ্যে ফুটবলারদের পাস না করলে প্রতিপক্ষ পাবে কর্নার কিক।

মেসি, হ্যারি কেইন ,লুইস সুয়ারেজদের মতো বড় তারকা ফুটবলার থাকলেও দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনালদোকে। না থাকার তালিকায় আরও আছেন মোহাম্মদ সালাহ,নেইমারসহ তরুণ ফুটবল খেলোয়াড় লামিনে ইয়ামাল।

শুধু খেলোয়াড় কিংবা দেশ নয় এবারের আসরে থাকছে অবাক করার মতো প্রাইজমানি। আগেই ফিফার ঘোষণা অনুযায়ী জানা যায় ১০০ কোটি মার্কিন ডলার প্রাইজমানি থাকছে এবারের আসরে। আর আয়ের হিসেবটা তার থেকেও বেশি ২০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। এদিকে ফিফা এক বিবৃতিতে ২০২৮ সাল থেকে নারী ক্লাব বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়ে রেখেছে ফিফা।

এসএস