ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৪৫ টি শিরোপা জিতেছেন ছোট জাদুকর। এরমধ্যে আছে ২০০৮ সালের অলিম্পিকে স্বর্ণ ও ২০২২ এর বিশ্বকাপ। এছাড়াও বার্সেলোনা-পিএসজি ও হালের ইন্টার মায়ামি সবখানেই দেখাচ্ছেন নিজের পায়ের জাদু।
ক্লাবগুলোকে জিতিয়েছেন একের পর এক শিরোপা। তালিকার দুইয়ে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে। যিনি আবার তিন বিশ্বকাপ জিতে বিংশ শতকের সেরা ফুটবলার।
আর তিনে আছেন আরেক আর্জেন্টাইন ডিয়াগো ম্যারাডোনা। এর আগে স্প্যানিশ গণমাধ্যম মার্কা'ও মেসিকে সর্বকালের সেরা ফুটবলারের পুরষ্কার তুলে দিয়েছিলো।