বাংলাদেশ ফুটবল দলের জার্সি উন্মোচন, টিকিটের দামে অখুশি দর্শকরা

বাংলাদেশ ফুটবল দলের উন্মোচিত নতুন জার্সি
বাংলাদেশ ফুটবল দলের উন্মোচিত নতুন জার্সি | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচের টিকিট ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও টিকিটের দাম নিয়ে দর্শকদের মনে তৈরি হয়েছে অসন্তোষ। শনিবারের (১৭ মে) মধ্যে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এদিকে প্রকাশিত হলো বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের হোম জার্সি। যেটা গায়ে জড়িয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে নামবে হামজা চৌধুরী, শমিত সোমরা।

দিন যতই ঘনিয়ে আসছে উত্তেজনার পারদ ততই বাড়ছে। ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের লড়াই, তাও আবার দেশের জাতীয় স্টেডিয়ামে।

তাই দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে কীভাবে, কোন জায়গা থেকে আর কত টাকায় মিলবে কাঙ্ক্ষিত সেই টিকিট? তা এখনো অজানাই রয়ে গেছে সমর্থকদের কাছে।

তবে দেশের ফুটবলে পালাবদলের সময়ে এই উত্তেজনা ছড়ানো ম্যাচকে জমজমাট করতে বসে নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। 

টিকিট বন্টনের কার্যক্রমকে সহজ আর সুষ্ঠুভাবে করতে এরইমধ্যে ৫ প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার টেবিলে দরকষাকষি শেষ করেছে বাফুফে। এখন শুধু ঘোষণার অপেক্ষা। 

নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক কর্তা জানান, সাধারণ দর্শকদের টিকিটমূল্য রাখা হবে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে। এছাড়া ভিআইপি টিকিটে ক্যাটাগরি অনুযায়ী দাম হবে ৩ থেকে ৪ হাজার টাকার মধ্যে।

তবে যে ম্যাচের জন্য দেশের ফুটবলপ্রিয় মানুষের এতো অপেক্ষা, সেই ম্যাচের টিকিটের দাম নিয়ে কী ভাবছেন তারা?

দর্শকদের মধ্যে একজন বলেন, ‘বাংলাদেশের ফুটবলের সার্বিক উন্নতির কথা চিন্তা করে টিকিট এর প্রাইস অবশ্যই কমানো উচিৎ।’

একজন শিক্ষার্থী বলেন, ‘টিকিট এর দামটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। কারণ আমরা তো শিক্ষার্থী, আমাদের জন্য এই প্রাইসে টিকিট কেনা সম্ভব নয়।’

এদিকে হামজা সোমিতদের ম্যাচের জার্সি উন্মোচন করেছে কিট স্পন্সর প্রতিষ্ঠান দৌড়। ভারতের বিপক্ষে একেবারই ব্যতিক্রমী জার্সি পড়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হাজির হবেন জামাল-তপুরা। সাদা রঙের আধিপত্য বিস্তার করা জার্সিটিতে লালের ছোঁয়া রেখেছে গলায় আর হাতের বর্ডারে।

১০ জুনের ম্যাচকে স্মরণীয় করতে সব প্রস্তুতি অতি দ্রুত সম্পন্ন করার কথা জানিয়েছে বাফুফে।

এসএইচ