তাবিথ আউলের নেতৃত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন কমিটি দায়িত্ব নেয়ার পরই দেশের ফুটবল নিয়ে নতুন স্বপ্ন দেখা শুরু করেছে ফুটবল ভক্তরা। বিশেষ করে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরিকে জাতীয় দলে অভিষেকের পরই প্রবাসী ফুটবলারদের আনার ব্যাপারে বেশ সক্রিয় বাফুফে।
এবার আরো দুই মার্কিন ফুটবলারকে পরিচিত করাতে যাচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মেজর লিগ সকারে খেলা কুইন সুলেভানের ছোট দুই জমজ ভাই ডেক্লান ও রোনান সুলেভান সম্মতি জানিয়েছে বাংলাদেশ দলে খেলার। এখন পাসপোর্টসহ অন্যান্য কাজ সম্পূর্ণ করেই তাদের বাংলাদেশ দলে যুক্ত করার ব্যাপারে নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
বাফুফের সহ-সভাপতি বলেন, ‘ওরা তো চার ভাই। দুই ভাই টপ লিগে খেলে। আর যে দুই ভাই আছে জমজ তাদের সাথে না তাদের বাবার সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা দেখছি তাদের যে পাসপোর্টের যে ইস্যু আছে সেটা কীভাবে সম্ভব ঠিক করা। কতদিন লাগবে। আরেকটা বিষয় ফিফার গাইডলাইন। তাদের ইচ্ছা আছে এইটা নিয়ে সন্দেহ নেই। তারা জানতে চায় কীভাবে প্রসেস হবে এবং কোন সময় আসতে চায়।’
হামজা চৌধুরি, সমিত সোম কিংবা সুলেভান ব্রাদার্স এরআগে তারিক কাজী, জামাল ভূইয়া। বাফুফের প্রবাসী ফুটবলারদের প্রতি আগ্রহের ব্যাপারটি ইতিবাচক হিসেবেই দেখছেন সাবেকরা। তবে ফেডারেশনের কাছে তাদের চাওয়া আগামী ৫ বছরে ফুটবল উন্নয়নে পরিকল্পনার স্পষ্ট বার্তা।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির বলেন, ‘আগামী ৫ বছরে ফুটবল উন্নয়নে পরিকল্পনার স্পষ্ট বার্তা মানুষকে জানাতে হবে। গত ছয় মাস হয়ে গিয়েছে তাদের কোনো দিকনির্দেশনা নেই। আমি ৫ বছর আছি আমার ফোকাস এই।’
আগামী জুনে ফুটবল ফেডারেশনের আয়োজনে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্রবাসী ফুটবলারদের জন্য বাছাই পর্ব আয়োজন করতে যাচ্ছে বাফুফে। সেখান থেকে যোগ্যতার ভিত্তিতে বয়সভিত্তিক দলে তাদের জায়গা করে দেয়া হবে বলে জানায় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।