ফ্রেঞ্চ লিগে অপরাজিত চ্যাম্পিয়ন পিএসজি

ফুটবল
এখন মাঠে
0

অঁজিকে হারিয়ে ফ্রেঞ্চ লিগে অপরাজিত চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ঘরের মাঠে একপেশে ম্যাচে ১-০ গোলে জিতেছে পিএসজি। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে জয়সূচক গোল করেন দিজিরে দুয়ে।

চ্যাম্পিয়ন হতে ঘরের মাঠে হার এড়ালেই চলতো লুইস এনরিকের শীর্ষ্যদের। এ নিয়ে টানা চতুর্থ ও সব মিলিয়ে ১৩তম শিরোপা জিতলো পিএসজি।

১৮ দলের টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা ধরে রাখলো পিএসজি। ২৮ ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪।

এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মোনাকো। চলতি মৌসুমে ট্রেবল জেতার সুযোগ থাকছে পিএসজির সামনে।

ইএ