জোকোভিচের ম্যাচ দেখতে গ্যালারিতে মেসি

ফুটবল
এখন মাঠে
0

মায়ামি ওপেন টেনিসে নোভাক জোকোভিচের ম্যাচ দেখতে গ্যালারীতে হাজির হয়েছিলেন লিওনেল মেসি। একজন ফুটবল গ্রেট। অন্যজন টেনিসের সেরা। ফুটবলে সবচেয়ে বেশি ট্রফির মালিক মেসি অপরদিকে টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নোভাক। ফুটবল গ্রেট মেসিকে দারুণ এক জয় উপহার দিয়েছেন জোকোভিচ।

৬৯ মিনিটের একপেশে ম্যাচে দিমিত্রভকে টানা ২ সেটে হারিয়ে দেন তিনি। ম্যাচের পর মেসিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জোকোভিচ।

মেসির সামনে খেলতে পারাকে নিজের জন্য সম্মানের মনে করেন তিনি। মেসির বর্ণিল ক্যারিয়ারের জন্য মেসিকে শুভেচ্ছা জানান তিনি।

দুইজনের জন্ম ১৯৮৭ সালে হওয়াতেও উচ্ছ্বাস প্রকাশ করেন সার্বিয়ান এই তারকা।

ইএ