মায়ামি ওপেন টেনিসে নোভাক জোকোভিচের ম্যাচ দেখতে গ্যালারীতে হাজির হয়েছিলেন লিওনেল মেসি। একজন ফুটবল গ্রেট। অন্যজন টেনিসের সেরা। ফুটবলে সবচেয়ে বেশি ট্রফির মালিক মেসি অপরদিকে টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নোভাক। ফুটবল গ্রেট মেসিকে দারুণ এক জয় উপহার দিয়েছেন জোকোভিচ।