মাদাম তুসোয় নিজের মূর্তি দেখে অবাক এমবাপ্পে

ফুটবল
এখন মাঠে
0

মাদাম তুসোর জাদুঘরে মোমের তৈরি নিজের মূর্তি দেখে অবাক ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমবাপ্পের প্রতিক্রিয়া দেখে খুশি ভক্ত-সমর্থকরাও। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে নিজের মূর্তি দেখে কৃতজ্ঞতা জানিয়েছেন এই কাজের সাথে জড়িত প্রত্যেক কর্মীকে।

কিংবদন্তীদের পাশে নিজেকে দেখতে পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছেন এই ফুটবলার। চলতি বছরের শুরুতে জার্মানির বার্লিনে কিলিয়ান এমবাপ্পের মোমের মূর্তি উন্মোচন করে মাদাম তুসো কর্তৃপক্ষ।

এমবাপ্পে নিজের মূর্তি উদ্বোধন করলেও এখনই তা সরাসরি দেখতে পারবেন না সাধারণ দর্শক।

আগামী ৪ এপ্রিল লন্ডনের মাদাম তুসোতে সাধারণের জন্য মূর্তি উন্মুক্ত করবে মিউজিয়াম কর্তৃপক্ষ। এরপর টিকিটের মাধ্যমে তা দেখতে পাবেন ভক্তরা।

এসএস