ভারতকে সমীহ করেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ-অধিনায়ক

ফুটবল
এখন মাঠে
0

ভারতে খেলতে গিয়ে একের পর এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বাংলাদেশ ফুটবল দলকে। এবার এএফসি এশিয়ান কাপ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও দেখা গেছে ভারতের অব্যবস্থাপনা। এদিকে সুনীল ছেত্রি ফেরায় ভারতকে সমীহ করেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ ও অধিনায়ক।

বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচে মাঠের অনুশীলনের মতো অব্যবস্থাপনা দেখা গেল আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়েও। বাংলাদেশ থেকে আগত সাংবাদিকদের জন্য সম্মেলন কক্ষে রাখা হয়নি কোনো ইন্টারনেটের ব্যবস্থা।

এতো এতো সমালোচনার ভেতর হতে যাওয়া এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ ভারত মুখোমুখি হচ্ছে কাল।

ইংলিশ লিগের ফুটবলে খেলা হামজার বাংলাদেশ স্কোয়াডে যুক্ত হওয়ার সাথে সাথে ভারতও অবসর ভেঙে দলে ফিরিয়ে আনে সুনীল ছেত্রিকে।

তাই সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার কাছে জিজ্ঞাসা; কাকে এগিয়ে রাখবেন তিনি। উত্তরে ভারতকে বেশ সমীহই করলেন তিনি।

বাংলাদেশ ফুটবলার দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘প্রত্যেক ম্যাচেই প্রেশার আছে। এই ম্যাচে আরেকটু ফোকাস আছে।’

র‍্যাংকিং বিবেচনায় ভারত এগিয়ে থাকলেও দল হিসেবে নিজেদের এগিয়ে রাখলেন কোচ হাভিয়ের কাবরেরা। জানান, জেতার মানসিকতা নিয়ে খেলবে তার দল।

কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘গেল তিন বছর ধরে আমরা নতুন দল গড়ে তুলছি, সিনিয়র-জুনিয়রদের মেলবন্ধনে এখন আমরা আরো শক্তিশালী।’

এদিকে জয় পেতে বেশ আত্মবিশ্বাসী ভারতীয় অধিনায়ক। জানালেন, সুনীল ছেত্রী অন্তর্ভুক্তিতে শক্তি বাড়বে দলের।

ভারতীয় অধিনায়ক সন্দেশ জিরগান বলেন, ‘সুনীলের ফেরা আমাদের জন্য স্বস্তিকর, বিশেষত আমার জন্য কারণ কথা বলার মানুষ পেয়েছি। শুধু বাংলাদেশি নয়, ছেত্রী যে মাপের খেলোয়াড় যেকোনো দলের জন্যই তিনি হুমকির।’

আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) এশিয়ান কাপের বাছাইয়ে সি গ্রুপে দুদলরই প্রথম ম্যাচ। তাই নিজেদের মাঠে ভারত কিংবা অতিথি বাংলাদেশ চাইবে ৩ পয়েন্ট নিজেদের করে নিতে।

ইএ