বিশ্বকাপ বাছাইয়ের আগে ছিটকে গেলেন মেসি

.
ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে ছিটকে গেলেন লিওনেল মেসি। মেসিকে ছাড়াই সোমবার (১৭ মার্চ) বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

ইনজুরি যেকোনো ফুটবলারের চিরশত্রু। আর এই চোটের কারণেই বিশ্বকাপ বাছাইয়ের দুই গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

মেজর লিগ সকারে দুর্দান্ত এক গোল করে লিওনেল মেসি জানিয়ে দিলেন উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আসন্ন চ্যালেঞ্জের জন্য তিনি প্রস্তুত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! আটলান্টার বিপক্ষে ওই ম্যাচেই পেলেন চোট, তাতে জাতীয় দল থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনা অধিনায়ক।

সোমবার সকালে ইন্টার মায়ামির হয়ে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন মেসি। পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জিতে ইন্টার মায়ামি। দারুণ এক চিপে দলের হয়ে সমতাসূচক গোল ও করেছিলেন মেসি।

আটলান্টার বিপক্ষে ম্যাচে ফ্রি কিক নিতে গিয়ে কুঁচকিতে চোট পান মেসি। এরপর খেলা চালিয়ে গেলেও আর ফ্রি কিক নেননি। পুরোপুরি ফিট না থাকায় এবার ছিটকেই গেলেন জাতীয় দল থেকে।

মায়ামির হয়ে মাঝে তিন ম্যাচ না খেলা মেসি পেশিতে সমস্যা অনুভব করায় তাকে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটির জন্য দলে রাখেননি স্কালোনি। সমস্যা যেন আরও গুরুতর না হয় সেজন্য মায়ামিতেই থাকবেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে বিশ্ব চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ব্রাজিল।

মায়ামির ম্যাচ শেষে পরীক্ষায় নিশ্চিত হয়, পেশিতে চোট পেয়েছেন এই মহাতারকা। গত সেপ্টেম্বরেও চোটের জন্য বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারেননি মেসি।

আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তিনদিন পর ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আকাশি নীল শিবির।

ইএ