ইতিহাদে ম্যাচের মাত্র ৬ মিনিটেই লিড পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। ম্যাথিয়াস নুনেজের কর্নার থেকে গোল আদায় করে নেন ওমর মারমৌশ। গোল পেলেও ম্যাচে আরও বেশি চেপে বসে সিটি। তাদের আক্রমণাত্মক ফুটবলের মুখে পুরো অর্ধে উলভস প্রতিপক্ষের গোলে কোনো শটই রাখতে পারেনি।
আরও পড়ুন:
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ফের গোল করে ম্যানসিটি। অ্যান্টোনি সেমেনেয়োর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় গার্দিওলা শিষ্যরা। সেটাই শেষ পর্যন্ত সিটির জয়ের জন্য ছিল যথেষ্ট।
রাতের আরেক ম্যাচে লিভারপুলের বিপক্ষে ম্যাচের ৩৩ মিনিটেই দুই গোল করে এগিয়ে যায় বোর্নমাউথ। তবে ৪৫ মিনিটে ভ্যান ডাইক আর দ্বিতীয়ার্ধে ৮০ মিনিটে ডমিনিক সবোস্লাই গোল করলে সমতায় ফেরে অলরেডরা। যদিও ৯৫ মিনিটে আমিনে আদলি গোল করলে ৩-২ ব্যবধানে হেরে যায় লিভারপুল।





