রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ-অ্যাতলেটিকো মাদ্রিদ

রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ-অ্যাতলেটিকো মাদ্রিদ | এখন টিভি
0

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় হাইভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে অ্যাতলেটিকো মাদ্রিদ। আজ (বুধবার, ১২ মার্চ) বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে দুই দলের খেলা।

প্রথম লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দিয়াগো সিমিওনির দলকে ২-১ গোলে পরাজিত করেছিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাই পরের রাউন্ডে যেতে দ্বিতীয় লেগে জয় ছাড়া ভিন্ন কোনো উপায় নেই অ্যাতলেটিকোর সামনে।

যদিও পরিসংখ্যানে এগিয়ে লস ব্ল্যাঙ্কোসরা। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এর আগে পাঁচবারের মোকাবেলায় প্রতিবারই জয় পেয়েছে রিয়াল।

তবে আজকের ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে রিয়াল শিবিরে। পায়ের গোড়ালির চোটে মঙ্গলবার অনুশীলনে যোগ দেননি এই ফরাসি তারকা।

এসএস