দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নারী ফুটবলাররা

0

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে ৩-১ ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল।

যে কারণে দ্বিতীয় ম্যাচে আর কোনো ভুল করতে চায় না নতুন করে গড়া বাংলাদেশ নারী ফুটবল দল। সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে ২ মার্চের ম্যাচকে সামনে রেখে সকালে এক ঘণ্টা অনুশীলন করে আফিদা, রিপা, স্বপ্না রানীরা।

ম্যাচের কৌশলসহ সেট পিসে বেশি মনোযোগ দিয়ে কাজ করেছে সফররত দল। প্রথম ম্যাচে পেনাল্টি থেকে গোল করেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি আফিদা খন্দকারের দল।

দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলে শেষ পর্যন্ত স্বাগতিকদের কাছে পয়েন্ট হারায় লাল সবুজের প্রতিনিধিরা।

এএইচ