গেল মৌসুমের ব্যর্থতা ঝেড়ে দারুণ গতিতে বুন্দেসলীগা শিরোপা পুনরুদ্ধারের মিশনে এগিয়ে যাচ্ছেন বাভারিয়ানরা।
দুইয়ে থাকা বায়ার লেভারকুসেনের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে তারা। আর লিগ শিরোপা দৌড়ে ১০ গোল করে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার তিনিই। ২০১৯ সালে চেলসির একাডেমি থেকে বায়ার্নে যোগ দেন মুসিয়ালা।
পরের বছর দলটির হয়ে বুন্দেসলিগায় অভিষেক হয় এই তরুণের। চলতি মাসে ম্যানুয়েল নয়্যার ও ডিফেন্ডার আলফান্সো ডেভিসের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে মুসিয়ালার সাথে চুক্তি নবায়ন করেছে মিউনিখের ক্লাবটি।