৪৫ মিনিটে বাঁ পায়ের গতিময় বাঁকানো শটে বায়ার্নকে এগিয়ে নেন ওলিসে। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান ছন্দে থাকা হ্যারি কেইন। ৭৯ মিনিটে গোল করে ম্যাচ জমিয়ে দেন সেল্টিকের মায়েদা।
কর্নার থেকে বল পেয়ে ইয়াং হিয়ুন-জুন খুঁজে নেন জাপানের ফরোয়ার্ডকে। খুব কাছ থেকে অনায়াসে বল জালে পাঠান তিনি।
শেষের দিকে প্রবল চাপ তৈরি করলেও দীর্ঘদিন পর ঘরের মাঠে প্রথম হার এড়াতে পারেনি সেল্টিক।
এদিনই প্লে-অফের প্রথম লেগের অন্য ম্যাচে আটালান্তাকে ২-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রুজ। ১০ জনের মোনাকোকে ১-০ গোল হারিয়েছে বেনফিকা।