আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) রাঙামাটি চিংহ্লামং চৌধুরী মারী স্টেডিয়ামে বিকেল ৩টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শন করেন। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা।
টুর্নামেন্টে বড়গাং কিংস, চেঙ্গী একাদশ, ফুরমোন হিল ফুটবল দল ও কেওক্রাডং এফসি এই চারটি দল অংশ নিয়েছে।
উদ্বোধনী খেলায় বড়গাং কিংস ও চেঙ্গী একাদশ পরস্পরের মুখোমুখি হয়। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে ২-০ গোলে জয় পায় বড়গাং কিংস।
১০ তারিখ ফুরমোন হিল ফুটবল দল ও কেওক্রাডং এফসি পরস্পরের মুখোমুখি লড়বে। আগামী ১১ ফেব্রুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।