জার্মান শীর্ষ লীগে ৫০ ম্যাচে সবচেয়ে বেশি ৫৫ গোলের রেকর্ড এখন কেইনের। অন্য দুটি গোল করেন জামাল মুসিয়ালা ও সের্গে জিনাব্রি। ফিন পোরাথ ব্যবধান কমানোর পর যোগ করা সময়ে আরও দুটি গোল শোধ করেন স্টিভেন।
লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টেবিলের শীর্ষে অবস্থান আরও মজবুত হলো বায়ার্নের। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট তাদের। ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে ১৯ ম্যাচ খেলা বায়ার লেভারকুসেন।