এর আগে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেন নেইমার। ২০২৩ সালে ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজি ছেড়ে সৌদি ক্লাবে যোগ দেন তিনি।
তবে চোটের কারণে ১৮ মাসের বেশিরভাগ সময়ই ছিলেন মাঠের বাইরে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড আল হিলালে খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচে।
চলতি বছরের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও পাঁচ মাস আগেই দুপক্ষের পারস্পরিক সমঝোতায় বাতিল হয় চুক্তিটি।
গেল সোমবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে আল হিলাল কর্তৃপক্ষ। এরপর থেকে নেইমারের সান্তোসে যাওয়ার বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে আসলেও ২০০৯ সালে ছেড়ে আসা ক্লাবে ফিরবেন কিনা তা নিয়ে ছিল শঙ্কা।
এবার পোস্টের মাধ্যমে সে গুঞ্জন সত্যি করলেন নেইমার নিজেই। তবে কবে চুক্তিতে স্বাক্ষর করবেন এ বিষয়ে কিছু জানা যায়নি।