ফুটবল
এখন মাঠে
0

ময়মনসিংহে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জের গ্রুপ অব এলটিএস

ময়মনসিংহে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলার টিম গ্রুপ অব এলটিএস। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ময়মনসিংহ সদরের টিম অভিযাত্রিক ক্লাবকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গ্রুপ অব এলটিএস।

ম্যাচের ২৪ মিনিটে দলের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় আশরিফের গোলে লিড নেয় ঈশ্বরগঞ্জ। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফসানের গোলে জয়ের ভীত মজবুত করে গ্রুপ অব এলটিএস ঈশ্বরগঞ্জ।

শেষদিকে অভিযাত্রিক দলের সাব্বির পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি। এতে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং প্রথম বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণের সুযোগ পায় জেলার ঈশ্বরগঞ্জের গ্রুপ অব এলটিএস।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মুফিদুল আলম। ট্রফি নিয়ে উল্লাসে ফেটে পড়েন বিজয়ীরা।

ইএ