ফুটবল
এখন মাঠে
0

'ফিফা দ্য বেস্ট' পেলেন ভিনিসিয়াস জুনিয়র

রদ্রি ও বেলিংহ্যামদের হারিয়ে 'ফিফা দ্য বেস্ট' উঠল ভিনিসিয়াস জুনিয়রের হাতে।

কাতারের দোহায় আয়োজিত অনুষ্ঠানে ভিনির হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যেখানে প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। গত মৌসুমে রিয়ালের হয়ে ৩৯ ম্যাচ খেলে গোল করেছেন ২৪টি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল। রিয়ালের হয়ে জিতেছেন লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

ফিফা দ্য বেস্ট পুরস্কারের ভোটে রদ্রি পেয়েছেন ৪৩ পয়েন্ট, বেলিংহ্যাম ৩৭ পয়েন্ট। সর্বোচ্চ ৪৮ পয়েন্ট নিয়ে তাদের হারিয়েছেন ভিনিসিয়াস।

এসএস