২০২৫ সালে শুরু হচ্ছে নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপ। এরইমধ্যে মায়ামিতে অনুষ্ঠিত হয়ে গেছে টুর্নামেন্টের ড্র। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বকাপ জয়ী ইতালিয়ান গ্রেট আলসান্দ্রো দেল পিয়েরো। ড্রয়ের আগে ট্রফি উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফানিন্তো ও ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদো নাজারিও। আয়োজন শুরুর আগে টুর্নামেন্টের জন্য শুভকামনা জানিয়ে বার্তা প্রদান করেন সদ্য নিবার্চিত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন আঙ্গিকে ক্লাব বিশ্বকাপের এই আসর হবে চার বছর পরপর।
২৪ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ক্লাব বিশ্বকাপের এই ট্রফি একই সাথে ভবিষ্যতের প্রতীক ও অতীতের দ্বারা অনুপ্রাণিত। ট্রফিটির মাঝখানে আছে একটি ডিস্ক যা মূলত ফুটবলের ঐতিহ্যের ধারক। সাথে বিভিন্ন ফুটবল মাঠের প্রতীক ও সরঞ্জামাদির খোদাই করা চিত্র। স্বর্ণালী ট্রফিটি মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপ জয়ীদের হাতে তুলে দেয়া হবে ১৩ জুলাই।
১৩টি ভিন্ন ভাষায় ব্রেইলে খোদাই করা ট্রফিটি মূলত বৈশ্বিক ফুটবল ও টুর্নামেন্টের লেগাসি ও ফুটবল সমর্থকদের স্পিরিট বহন করে। টুর্নামেন্টের ২৪তম সংস্করণের ট্রফিতে আগের জয়ী ক্লাবগুলোর নাম লেজার দিয়ে খোদাই করা আছে। এটি একটি সৌর কক্ষপথের আদলে তৈরি যা শক্তিশালী কাঠামোর বহিঃপ্রকাশ।
সেই সাথে ট্রফিতে চ্যাম্পিয়ন ক্লাবের জন্য রয়েছে দারুণ এক অনুপ্রেরণাদায়ী বার্তা। যাতে লেখা- 'ইতিহাস তোমার জন্য। তুমি এমন এক মুহূর্তের সাক্ষী যা ফুটবলের শীর্ষস্থানের প্রতিনিধিত্ব করে।' প্রতি আসরের জয়ী ক্লাবকে দেয়া হবে মূল ট্রফির রেপ্লিকা যেখানে অন্তর্ভুক্ত হবে জয়ী দলের খোদাই করা নাম ও জয়ের তারিখ।
১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের আটলান্টা, শারলট, সিনসিনাটি, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, ন্যাশভিলে, অরল্যান্ডো,ফিলাডেলফিয়া সিয়াটল, ওয়াশিংটনের ১২টি স্টেডিয়ামে হবে ক্লাব বিশ্বকাপের লড়াই।
৩২ দলের লিস্টে আছে ইউরোপ সেরা ১২ ক্লাব । গেল তিন সিজনে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যান সিটির সাথে থাকছে টুর্নামেন্টে দারুণ পারফর্ম করা বায়ার্ন মিউনিখ, প্যারিস সেইন্ট জার্মেইন ও ইন্টার মিলান। এশিয়া-আফ্রিকা ও উত্তর আমেরিকা থেকে থাকছে চারটি সেরা দল এছাড়া দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে থাকছে সেরা ছয় দল। একটি দল থাকছে ওশেনিয়া অঞ্চল থেকে আর সর্বশেষ ৩২ নাম্বার স্লট থাকছে স্বাগতিক ইন্টার মায়ামির জন্য। ২০২৪ এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতে স্লটটি নিজের করে নেয় মেসির মায়ামি।