ফুটবল
এখন মাঠে
0

ইন্টার মায়ামির সঙ্গে আরো এক বছর চুক্তি বাড়াতে যাচ্ছেন মেসি

ইন্টার মায়ামির সমর্থকদের জন্য সুখবর। ক্লাবটির সঙ্গে আরো এক বছর চুক্তি বাড়াতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এর মানে ২০২৬ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলতে যাচ্ছেন তিনি। ফলে জোরালো হয়েছে একই বছরে ফিফা বিশ্বকাপে খেলার সম্ভাবনাও।

ইন্টার মায়ামি নাকি মিনি বার্সেলোনা। সাড়ে চার হাজার মাইল দূরে থেকেও যেন কাতালান শাসন চলছে ক্লাব ইন্টারন্যাশনাল ডি ফুটবল মায়ামিতে।

আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্লাবের হয়ে খেলে আসছেন চার সাবেক বার্সা তারকা- মেসি, সুয়ারেজ, আলবা, বুসকেটসরা। পরের মৌসুমে নতুন সংযোজন হাভিয়ের মাসচেরানো। ক্লাবটির প্রধান কোচের চেয়ারে এই আর্জেন্টাইন বসবেন তিন বছরের চুক্তিতে। তবে এবার মিয়ামি ভক্তদের আরও বড় চমক দিতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ। দলটির হয়ে নিজের চুক্তি এক বছর বাড়াতে চলেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।

এমনিতে মায়ামির সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে এলএমটেনের। তবে জনপ্রিয় ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর দাবি, মায়ামির সাথে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করতে যাচ্ছেন মেসি।

২০২৬ পর্যন্ত মেসির এই চুক্তি খুলে দিয়েছে আরেকটি দুয়ার। যেহেতু ২৬ সাল পর্যন্ত ক্লাব ফুটবল খেলবেন মার্কিন মাটিতে, সুতরাং একই বছর যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ফিফা বিশ্বকাপেও মেসিকে দেখা যেতে পারে আর্জেন্টিনার জার্সি গায়ে।

এদিকে শুধু মেসি নয়, বার্সায় পরম বন্ধু হয়ে ওঠা লুইস সুয়ারেজের সাথেও এক বছরের চুক্তি বাড়িয়েছে ইন্টার মিয়ামি। ফলে পরের মৌসুমে পাঁচ সাবেক বার্সা তারকার মিলন দেখা যাবে ক্লাবটির ডাগআউটে।

ইএ