ফুটবল
এখন মাঠে
0

ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসছে মেসির আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ আর্জেন্টিনাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। লিওনেল মেসির বর্ণিল ক্যারিয়ারের একমাত্র আক্ষেপ মিটিয়েছে সোনালি ট্রফিটা। সমৃদ্ধ কেবিনেট আরও পূর্ণ হয়েছে তার। বিশ্বব্যাপী জাদুকর মেসির চাহিদা উঠেছে আরো চূড়ায়। তবে মেসিদের ছোঁয়া পাওয়া এত সহজ নয়। দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও, শেষমেশ আলবিসেলেস্তেদের নিয়ে আসতে ব্যর্থ হয় বাংলাদেশ। তবে সফল ভারতীয়রা। জানা গেছে, প্রতিবেশী দেশটিতে পা রাখতে যাচ্ছেন বিশ্বচ্যাম্পিয়নরা।

সম্প্রতি কেরালার ক্রীড়ামন্ত্রীর এমন দাবির পর শুরু হয় জোর গুঞ্জন। অবশেষে সত্যতা নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারী ভিজায়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইতিহাস গড়তে যাচ্ছে কেরালা। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে আসার স্বপ্ন পূরণ হচ্ছে তাদের।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের অক্টোবরে ভারতে আসছেন লিওনেল মেসিরা। প্রতিপক্ষ চূড়ান্ত না হলেও এখানে আর্জেন্টিনা দু'টো ম্যাচ খেলবে বলে জানা গেছে। আপাতত ম্যাচ দুটোর ভেন্যু হিসেবে ভাবনায় আছে কোচি স্টেডিয়াম। মূলত দর্শক চাহিদার কথা মাথায় রেখেই এই স্টেডিয়ামকে বেছে নিয়েছেন আয়োজকরা। কারণ স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৬০ হাজার।

২০১১ সালে প্রথম এবং এখন পর্যন্ত শেষবার ভারতে এসেছিলেন মেসিরা। সেবার কলকাতায় ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সে ম্যাচটাও ইতিহাসের সাক্ষী। সেদিন প্রথমবার আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড পড়েছিলেন লিওনেল মেসি। ম্যাচে নিকোলাস ওতামেন্দির একমাত্র গোলে জিতেছিল আর্জেন্টিনা। কড়া নিরাপত্তার মধ্যেও যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত সেই ম্যাচে দর্শক হয়েছিল এক লাখের কাছাকাছি।

পুরো পৃথিবীর মত ভারতের কেরালায়ও আর্জেন্টিনার প্রচুর সমর্থক আছেন। কাতার বিশ্বকাপের সময় যেভাবে রাজ্যটির সমর্থকরা মাতামাতি করেছিলেন তা নজর এড়ায়নি আর্জেন্টিনারও। দেশটির ফুটবল সংস্থা কেরালার সমর্থকদের ধন্যবাদও জানিয়েছিল। এবার খোদ মেসিকে চোখের সামনে দেখার সুযোগ পেতে যাচ্ছেন সমর্থকরা।

ইএ