জয়ের ধারা অব্যাহতই রাখল বাংলাদেশ। প্রায় তিন মাসের বিরতি ও থিম্পুর উচ্চতা সমস্যা ভেদ করেই ভুটানের বিপক্ষে সবশেষ ৪ ম্যাচে জয় পাওয়ার সংখ্যাটা বাড়িয়ে নিলো বাংলাদেশ। চ্যাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে টানা পঞ্চম ম্যাচে জয় পেয়েছেন তপু বর্মন-সোহেল রানারা।
ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামাল ভুঁইয়ার। তার বদলে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ডিফেন্ডার তপু।
৪-৪-২ ফরমেশনে শুরুর ৫ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ । ডান প্রান্ত থেকে রাকিব হোসেনের ক্রস গোলকিপার পোস্ট ছেড়ে বেরিয়ে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। তখন সামনে থাকা মোরসালিনের সুযোগসন্ধানী ডান পায়ের টোকায় গোল পায় বাংলাদেশ।
গোল শোধে মরিয়া ভুটান ১৯ মিনিটে সুযোগ পায়। সতীর্থের থ্রু থেকে অধিনায়ক নিমা ওয়াংদি বক্সের ভেতরে বল পেয়ে শট নিলেও গোলকিপার মিতুল শরীর দিয়ে তা রুখে দেন।
শেষ দিকে এসে রাকিব হোসেন মাঠে পড়ে গেলে বাংলাদেশকে ধাক্কা খেতে হয়েছে। শেষ পর্যন্ত রাকিব মাঠের বাইরে চলে যান। তার বদলে নামেন শাহরিয়ার ইমন।
দ্বিতীয়ার্ধেও খেলায় প্রত্যাশিত গতি ছিল না। ৬১ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে তুলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের রাব্বী হোসেন রাহুলকে ও ৭৪ মিনিটে হৃদয়ের বদলি হিসেবে জামালকে নামান কোচ কাবরেরা।
৮৭ মিনিটে বাংলাদেশ ব্যবধান বাড়াতে পারতো। তবে মোরসালিনের ক্রসে শাহরিয়ার ইমনের প্লেসিং বারের পাশ দিয়ে গেলে হতাশ হতে হয়েছে তাদের। ৮ সেপ্টেম্বর বাংলাদেশ পরের ম্যাচটি খেলবে ভুটানের বিপক্ষে।