ফুটবল
এখন মাঠে
0

৩২ বছর পর অলিম্পিকসের ফুটবল ডিসিপ্লিনে স্বর্ণ পদক জিতেছে স্পেন

৩২ বছর পর অলিম্পিকসের পুরুষ ফুটবল ডিসিপ্লিনে স্বর্ণ পদক জিতেছে স্পেন। ফাইনালে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়েছে স্প্যানিশরা। এ নিয়ে ছেলেদের ফুটবলে দ্বিতীয়বারের মতো স্বর্ণ জিতল স্পেন।

গেল মাসে ইউরো জয়ের পর এবারের অলিম্পিকসে স্বর্ণ জিতেছে স্প্যানিশরা। যা কিনা দেশটির ছেলেদের ফুটবল ইভেন্টে দ্বিতীয়বার। তাদের প্রথম স্বর্ণ এসেছিল ৩২ বছর আগে। লম্বা সময় পর এমন অর্জনে উল্লাসটা তাই বাঁধনহারা।

যদিও প্রথমার্ধ্বের শুরুতে পিছিয়ে পড়েছিল স্পেন। একাদশ মিনিটে ফরাসিদের লিড এনে দেন এনজু মিইয়ে। তবে, ব্যবধান সমান করতে খুব বেশি সময় লাগেনি স্প্যানিশদের। ১৮ মিনিটেই লক্ষ্যভেদ করেন ফের্মিন। সাত মিনিট পর স্কোরশিটে আবারও নাম তুলেন বার্সার এই মিডফিল্ডার। এতে করে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ছয়টি। যা এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ। তাছাড়া একটি অ্যাসিস্টও আছে ২১ বছর বয়সী ফুটবলারের।

কয়েক মিনিটের ব্যবধানে আবারও গোলের দেখা পায় স্পেন। দূর থেকে ফ্রি-কিকে স্কোর লাইন ৩-১ করেন অ্যালেক্স বায়েনা। চলতি বছর ইউরো জয়ীরা ওই ব্যবধানটা লম্বা সময় ধরে রাখে। প্রথমার্ধ্বের পর দ্বিতীয়ার্ধ্বের প্রায় ৩০ মিনিট গোলপোস্ট অক্ষত রেখেছিল স্প্যানিশরা। তবে, ৭৯তম মিনিটে ব্যবধান কমায় ফ্রান্স।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ জমিয়ে তোলে ফ্রান্সের মাতেতা। ফলে, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

১০০তম মিনিটে স্প্যানিশদের এগিয়ে নেন বদলি নামা কামেয়ো। ফ্রান্সও গোল শোধ দেয়ার চেষ্টার করে। তবে, সম্ভব হয়নি। শেষ সময়ে ব্যবধান বাড়িয়ে স্পেনের জন্য স্বর্ণপদক নিশ্চিত করেন ওই কামেয়ো। আর তাতে অপেক্ষা বাড়ে ফ্রান্সের। ফরাসিরা এর আগে একবারই স্বর্ণ জিতেছিল। সেটা ১৯৮৪ সালে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর