এছাড়া একই সময় জার্মানি-স্কটল্যান্ড এবং হাঙ্গেরি-সুইজারল্যান্ড আলাদা ম্যাচে মাঠে নামবে। এবারের আসরে মোট ৩৩১ মিলিয়ন ইউরো আর্থিক পুরস্কার দেয়া হবে।
যেখানে কোনো দল অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারলে সর্বোচ্চ ২৮ দশমিক ২৫ মিলিয়ন ইউরো আয় করতে পারবে। অংশ নেয়া সব দলকেই দেয়া হবে ৯ দশমিক ২৫ মিলিয়ন ইউরো। এরপর গ্রুপ পর্বে প্রত্যেক ম্যাচে জয়ের জন্য দেয়া হবে ১ মিলিয়ন ইউরো। ড্র করলেও ৫ লাখ ইউরো আয়ের সুযোগ পাবে প্রত্যেক দল।
এছাড়া সেরা ষোলতে উঠলে দেড় ও কোয়ার্টার ফাইনাল খেললে আড়াই মিলিয়ন পাবে কোয়ালিফাই করা টিম। যে অঙ্কটা বেড়ে ৪ মিলিয়ন ইউরো হবে সেমিফাইনালে। আর রানার আপ দল পাবে ৫ মিলিয়ন ইউরো।